বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ভুটান মন্ত্রীর

গাজীপুর প্রতিনিধি

ভুটানের কৃষি ও বনমন্ত্রী ইয়েশি দর্জি গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। তিনি প্রধান কার্যালয়ে এসে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ জালাল উদ্দীন বিএআরআইর সম্মেলনকক্ষে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরে মন্ত্রীকে এর বিস্তারিত অবহিত করেন। এ সময় ইয়েশি দর্জি স্বল্পমেয়াদি জাত উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করেন, যা জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে। পরে তিনি মাঠে একটি ‘বারি আম-১১’ চারা রোপণ করেন।

সর্বশেষ খবর