শনিবার, ৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে আসামিদের দৌড়ঝাঁপ

কলেজছাত্রী হাসিনা খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে কলেজছাত্রী হাসিনা আকতার হত্যাকাণ্ডের ময়নাতদন্ত রিপোর্ট নিজেদের অনুকূলে নিতে আসামিপক্ষ দৌড়ঝাঁপ শুরু করেছে বলে অভিযোগ ওঠেছে। এ নিয়ে নিহতের পরিবার ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে।  নিহত হাসিনার ভাই জাকির হোসেন বলেন, হাসিনার ময়নাতদন্ত রিপোর্ট নিজেদের পক্ষে নেওয়ার জন্য আসামিরা জোর তদবির করছে। তারা শক্তিশালী মিশন নিয়ে মাঠে নেমেছে। সঠিক ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে আমরা আশঙ্কা করছি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সোলতান আহমদ সিরাজী বলেছেন, রিপোর্ট কেমন হবে তা বলা যাচ্ছে না। তবে দেখেশুনে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। এ দিকে হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার সম্ভব হচ্ছে না। গত ২৯ মার্চ হাসিনার ঝুলন্ত লাশ শ্বশুরালয় কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী মধ্যম মাইজপাড়া থেকে পুলিশ উদ্ধার করে। ৩০ মার্চ কক্সবাজার সদর মডেল থানায় নিহত হাসিনার বড় ভাই জাকির হোসেন ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বামী ইয়াছিন আরাফাতকে প্রধান আসামি করা হয়েছে। হাসিনা কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী এবং কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাপ্পাঞ্জাপাড়া এলাকার মৃত আবদুল মোনাফের মেয়ে। এ দিকে কলেজছাত্রী হত্যাকাণ্ডের প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ঘটনার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর