সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইউএনওর বিরুদ্ধে ট্রেনিংয়ের টাকা কর্তনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুর রহমানের বিরুদ্ধে শিক্ষকদের ট্রেনিংয়ের টাকা কর্তনের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিদ্যালয় পরিদর্শনে গিয়ে গালিগালাজসহ তাদের শায়েস্তা করার হুমকি দেন ইউএনও। ভুক্তভোগী শিক্ষকরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইউএনও অভিযোগ অস্বীকার করে জানান, ‘পর্যায়ক্রমে বিদ্যালয়গুলো ভিজিট করছি।’ মান্দার তলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, কুলবাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব কুমার, রামচন্দ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লা ও শিবানন্দপুরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আজম ইকবালের অভিযোগ, গত ১৮ মার্চ থেকে মহেশপুরে রিসোর্স সেন্টারের অধীনে শিক্ষকদের ট্রেনিং শুরু হয়। ছয়টি ব্যাচে ১৮০ জন শিক্ষককে ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণে প্রতিদিন জনপ্রতি ৬৩০ টাকা করে বরাদ্দ ছিল। এ থেকে ১৮০ টাকা করে কর্তন করা হয়। ওই সময় রিসোর্স সেন্টারের পরিচালক মো. ঈসা তাদের জানান, ইউএনওর নির্দেশে এই টাকা কর্তন করা হচ্ছে। বিষয়টি ইউএনওকে জানালে তিনি ১৮০ টাকার স্থলে ১০০ টাকা কেটে নেওয়ার নির্দেশ দেন।

সর্বশেষ খবর