বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তিন নারীর চেষ্টায় শিশুটি বেঁচে রয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নাসিমা বেগম নামে অপ্রকৃতস্থ এক নারীর সদ্যপ্রসূত পুত্রসন্তান তিন নারীর সহায়তায় বেঁচে রয়েছে। জানা গেছে, নাসিমা স্বামী পরিত্যক্ত। সোমবার রাত সাড়ে ১০টায় পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ ভবনের নিচতলার মাটির স্যাঁতসেঁতে মেঝেতে শুয়েছিল নাসিমা। পাশের চা দোকানে থাকা স্থানীয় সংবাদকর্মীরা তার প্রসব বেদনার চিৎকার শুনতে পান। কিন্তু ওখানে যেতে পারছিলেন না তারা। কারণ নাসিমা হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুড়ে মারছিল। অগত্যা সংবাদকর্মীরা এক খাবার হোটেলের মালিকের স্ত্রী হাসিনা বেগম ও খুদে দোকানি রেহানা বেগমকে ডেকে আনেন। পরে স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরিনকে খবর দিয়ে এনে প্রসব করানো হয়। পরে নাসিমাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার   ডা. মানস মজুমদার জানান, বাচ্চাটি    সুস্থ রয়েছে।

ডাস্টবিনে নবজাতক হাসপাতালে ভর্তি : কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১২টার পুরাতন রেলস্টেশনের পাশের একটি ডাস্টবিনে শিশুর কান্না শোনা যায়। এ সময় স্থানীয় ময়নুল হক নামের এক যুবক কান্নার শব্দের উৎস খুঁজতে ডাস্টবিনটিতে উঁকি দিলে সেখানে নবজাতকটির সন্ধান পায়। পরে ময়নুল হক ও জিতু নামের দুই যুবক মিলে শিশুটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। সদর হাসপাতালের আবাসিক ডা. নজরুল ইসলাম জানান, জন্মের ২ ঘণ্টার মধ্যে নবজাতক কন্যাশিশুটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নাম রেখেছে বৈশাখী। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

সর্বশেষ খবর