বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সরকারি জায়গায় বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণে নিষেধাজ্ঞা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা জজ আদালতের সামনে বড় দিঘির দক্ষিণ পাড়ে সরকারি জায়গায় বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন মাস পর্যন্ত ওই স্থানে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে ওই স্থানে অনুমোদনহীন বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুলও জারি করেন আদালত। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশসহ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে নোয়াখালী জেলা কৃষকলীগের সহ-সভাপতি সহিদ সারওযার ও মুক্তিযোদ্ধা এমরান মোহাম্মদ আলীসহ কয়েকজন এ রিট আবেদন দায়ের করেন।

সর্বশেষ খবর