শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাবার মতোই কুপিয়ে হত্যা করা হলো ছেলেকে

নরসিংদী প্রতিনিধি

ছয় বছর আগের কথা। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে জহিরুল ইসলাম (৩২) তার বাবা শামসুল মিয়ার সঙ্গে বাড়ি ফিরছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রথমে জহিরুলের সামনে তার বাবাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে একই কায়দায় জহিরুলকেও কোপানো হয়। দুর্বৃত্তরা তখন জহিরুলকে মৃত ভেবে একটি পুকুরে ফেলে দিয়ে যায়। কিন্তু সেদিন ভাগ্যগুণে বেঁচে যান তিনি। ছয় বছর পরের কথা। বৃহস্পতিবার রাতে জহিরুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে বৈশাখী মেলা শেষে বাড়ি ফিরছিলেন। সেই জমিসংক্রান্ত বিরোধের জেরে পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দুই ছেলের সামনেই জহিরুলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে যায়। এ যেন ছয় বছর আগের একই ঘটনার পুনরাবৃত্তি। শামসুলকে যে কায়দায় তার ছেলের সামনে হত্যা করা হয়, জহিরুলকেও ঠিক একই কায়দায় হত্যা করল দুর্বৃত্তরা। জহিরুল পেশায় দিনমজুর। তার বাবা ছিলেন কাঠমিস্ত্রি। তাদের সামান্য জমি রয়েছে। সেই জমি নিয়েই এলাকার প্রভাবশালী মহলের সঙ্গে জহিরুলের বিরোধ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জমিসংক্রান্ত শত্রুতার কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর