শিরোনাম
রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শিক্ষকের অপমানে ছাত্রীর আত্মহত্যা

সাভার প্রতিনিধি

সাভারে বিদ্যালয়ের বকেয়া বেতন ও পরীক্ষার ফির টাকা পরিশোধ করতে না পারায় অধ্যক্ষের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার সোনালী (১৬) নামের এক শিক্ষার্থী। গতকাল দুপুরে সাভারে আড়াপাড়া মহল্লার মৃত খালেক চেয়ারম্যানের ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সোনিয়া ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামের আকবর আলীর মেয়ে। সে মায়ের সঙ্গে ভাড়া থেকে বনপুকুর মহল্লায় চাইল্ড হেভেন স্কুলের ১০ম শ্রেণির বাণিজ্য শাখায় পড়াশোনা করত। বাবা গ্রামের বাড়িতে কৃষি কাজ করায় মায়ের সঙ্গেই থাকত সোনিয়া। পোশাক শ্রমিক মা অসুস্থতার কারণে দুই মাস আগে চাকরি ছেড়ে দিলে অভাব-অনটন দানা বাঁধতে থাকে সংসারে। নিহত সোনিয়ার মা ফুলতারা বেগম জানান, ‘গতকাল সোনিয়ার স্কুলে বাংলা প্রথমপত্র প্রস্তুতি পরীক্ষা ছিল। সকালে মেয়েকে নিয়ে স্কুলে বকেয়া বেতন পরিশোধের জন্য যাই। কিন্তু এক হাজার ৮০০ টাকা বকেয়ার মধ্যে ৫০০ টাকা দিলেও পরীক্ষা দিতে না দিয়ে আমাদের বকাঝকা দিয়ে বের করে দেওয়া হয়। সোনিয়া বাড়িতে ফিরে গলায় উড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

সর্বশেষ খবর