রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে : চুমকি

গাজীপুর প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আমরা শুধু স্বপ্ন দেখছি না, বাস্তবে রূপ দিতেই কাজ করে যাচ্ছি, বাংলাদেশ যেন একটি উন্নত দেশ হয়। আমাদের সমাজের পরতে পরতে নানা ধরনের সমস্যা রয়েছে। এগুলো সমাধান করতে হবে, মোকাবিলা করতে হবে। তবে সবকিছুই একা সরকারের পক্ষে সম্ভব নয়, সবাইকেই এগিয়ে আসতে হবে। তিনি গতকাল গাজীপুরের ঐতিহ্যবাহী ভাদুন বহুমুখী উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দীন, বাংলাদেশ মিলিটারি একাডেমির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সিরাজুল ইসলাম সিকদার, সিআইডির ডিআইজি মঞ্জুর কাদের খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হরমুজ মিয়া।

সর্বশেষ খবর