সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘পুলিশ পরিচয়ে’ তুলে নেওয়া ছেলেকে ফেরত চান স্বজনরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপড়ুয়া ছেলে সোহানুর ইসলামকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার। ঝিনাইদহ প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সোহানের বাবা মহসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন তার মা পারভীন, ছোট ভাই মাসুদ ও বোন মাসুমা। গত ১০ এপ্রিল কালীগঞ্জের ঈশ্বরবা জামতলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ অজ্ঞাত ব্যক্তি সোহানুরকে মোটরসাইকেলে তুলে নেয় বলে অভিযোগ স্বজনদের। মহসিন আলী জানান, তার ছেলে শহিদ নুর আলী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। ১০ এপ্রিল ঢাকা থেকে চিকিৎসা শেষে ফেরা মাকে জামতলা নামক স্থানে এগিয়ে আনতে যায় সোহান। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে তুলে নেয়। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলেও তারা কোনো উদ্ধার তত্পরতা দেখায়নি।

নাটোরে খোঁজ মেলেনি স্কুলছাত্রীর : নাটোর প্রতিনিধি জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার ১০ম শ্রেণির ছাত্রী পপি অপহরণের সাত দিনেও সন্ধান মেলেনি। ১১ এপ্রিল টিফিনের বিরতিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পপিকে তুলে নেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে অপহৃতের মা হোসেন আলীসহ ৪-৫ জনের নামে মামলা করেছেন।

সর্বশেষ খবর