শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রার্থী হচ্ছেন সেই ববিতা

নড়াইল প্রতিনিধি

প্রার্থী হচ্ছেন সেই ববিতা

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নির্যাতিতা ববিতা খানম। আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য পঞ্চমধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। গত বছরের ৩০ এপ্রিল এই ববিতাকে গাছে বেঁধে শ্বশুরবাড়ির লোকজন পৈশাচিক নির্যাতন চালিয়েছিল। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল। কেন নির্বাচন করতে চান- এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘যারা আমাকে নির্যাতন করেছিল, তাদের মধ্যে অন্যতম এক আসামি আজিজুর রহমান আর্জু আওয়ামী লীগ দলীয় প্রার্থী হচ্ছেন। তার মতো ব্যক্তি যদি নির্বাচনে প্রার্থী হতে পারেন, তবে আমার বাধা কোথায়? আমি নির্বাচনে বিজয়ী হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার মতো আর কোনো নির্যাতনের ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যেই কাজ করতে চাই।’ অন্যদিকে আজিজুর রহমান আর্জু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে  চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এ লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক ও সামাজিক কাজ করে আসছি।’ ববিতার নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান ববিতাকে ব্যবহার করে আমাকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছেন।’

সর্বশেষ খবর