শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কৃষিজমি জবরদখল করে বালু ভরাটের পাঁয়তারা

কৃষকের জুতা ঝাড়ু মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো প্রকার অনুমোদন ছাড়াই কৃষকের কৃষিজমি জোরপূর্বক দখল করে বালু ভরাটের পাঁয়তারা, সাইনবোর্ড স্থাপন, মামলা-হামলার হুমকিসহ বিভিন্ন অভিযোগে রিডিম পূর্বাচল সিটি নামে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় কৃষকরা জুতা ও ঝাড়ু মিছিল করেছেন। গতকাল বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের রহিলা এলাকায় বিক্ষুব্ধ কৃষক জুতা ও ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি রুহিলাসহ আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হাজি আবদুস সালাম, সিরাজ উদ্দিন, হাজি আবদুল বরকত মাস্টার, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। মিছিলে কৃষকের পাশাপাশি নারীরাও অংশ নেন। বিক্ষুব্ধ কৃষকরা জানান, রুহিলায় প্রায় ১ হাজার বিঘার একটি বিল রয়েছে। তাতে রুহিলা, আগলা, বাটপাড়া, বাগলা, দুয়ারাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকের জমি রয়েছে। এসব গ্রামের মানুষের একমাত্র পেশা কৃষি। কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। কয়েক মাস আগে স্থানীয় জামান, সৈকত, সোহেল, মাহবুবসহ বেশ কয়েকজন রুহিলার বিলে কয়েক দফায় প্রায় ৯০ শতাংশ জমি কেনেন। এরপর তারা এসব জমিতে রিডিম পূর্বাচল সিটি নামে একটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করেন। তাদের কেনা জমির পাশাপাশি স্থানীয় কৃষকের জমিতেও সাইনবোর্ড স্থাপন শুরু করেছেন।

এদিকে দাউদপুর ইউনিয়নের কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটকে কেন্দ্র করে পূর্বাচল আদর্শ সিটি নামে একটি আবাসন প্রকল্পে নিয়োজিত সশস্ত্র ক্যাডারবাহিনীর সঙ্গে কৃষকের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হন। গত সন্ধ্যায় দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর