সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পাহাড়ে সন্ত্রাসী হুমকিতে ৪৬৩ পরিবার, বাড়িছাড়া কয়েকটি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু ও ভাইবোনছড়া ইউনিয়নের প্রায় ৪৬৩ পরিবার সন্ত্রাসী হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে ইতিমধ্যে ভিটামাটি হারিয়েছে কয়েকটি পরিবার। যারা এখনও ওই এলাকায় বসবাস করছেন তাদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। যে কোনো সময় সহিংসতা সৃষ্টির আশঙ্কায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। উদ্বেগ-উত্কণ্ঠায় রয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রশাসনকে অভিযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি ভুক্তভোগীদের। ওই এলাকার বাসিন্দা শামসল হক জানান, ১৯৮২ সাল থেকে লংগদু উপজেলার ভাইবোনছড়ায় প্রায় ৪৬৩ পরিবার শান্তিতে বসবাস করে আসছিল। গত কয়েক বছর ধরে প্রায় প্রতিদিন স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অস্ত্রবাজি চাঁদাবাজি শুরু হয়। হুমকি দিতে থাকে জমি, ভিটামাটি ছেড়ে চলে যেতে। ভয়ে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। নিরাপত্তা-ঝুঁকি নিয়ে ওই এলাকায় কেউ কেউ বসবাস করলেও তারা চাঁদা দিয়ে সন্ত্রসাীদের মনরক্ষা করে চলছেন। এরই মধ্যে সন্ত্রাসীরা দখলে নিয়েছেন প্রায় এক হাজার ৩৮৯ একর জমি। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাঙামাটি শহরের একটি হোটেলে পার্বত্য বাঙ্গালী গণমঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ভাইবোনছড়ার বাসিন্দারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- শওকত আকবর (রানা)। উপস্থিত ছিলেন— ইউছফ আলী মোল্লা, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, মোস্তফা কামাল, আবু জাফল বিশ্বাস ও শামসুল আলম। সংবাদ সম্মেলনে উচ্ছেদকৃত জমির মালিকরা অভিযোগ করেন, এক সময় যে জমি চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করতেন সে জমি এখন সন্ত্রাসীদের দখলে। প্রশাসনকে বার বার অভিযোগ করেও প্রতিকার পাননি। জমি, ভিটামাটি হারিয়ে এখন অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ করে উচ্ছেদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। অন্যথায় ৩০ এপ্রিলের পর ভুক্তভোগীরা রাজপথে নেমে আসবেন বলে হুমকি দেন।

সর্বশেষ খবর