বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গরমে অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে মৃত্যু

প্রতিদিন ডেস্ক

গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের দিনমজুররা। এ ছাড়া তীব্র গরমে শিশুরা সর্দি, কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে এক কৃষকের। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দামুড়হুদার জুড়ানপুর গ্রামে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফরজ আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে মারা যান তিনি। ফরজ আলী জুড়ানপুর পশ্চিমপাড়ার বুদো মিয়ার ছেলে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এক সপ্তাহ ধরে শহরে এক ঘণ্টা পরপর লোডশেডিং থাকছে। গ্রামগঞ্জের চিত্র আরও ভয়াবহ। ঘন ঘন লোডশেডিংয়ে ছোট-বড় শিল্প-তাঁত কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোডশেডিং বন্ধে স্থানীয়রা মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচিও পালন করছেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম হাসান আহমেদ মজুমদার জানান, চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিংও বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পিডিবির নির্বাহী পরিচালক হামিদুর রহমান জানান, প্রতিদিন পিডিবি এরিয়ায় ২২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। বিপরীতে ১৪ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। নওগাঁ প্রতিনিধি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নওগাঁবাসী। দিনমজুররা দিনের বেলায় তীব্র গরমের কারণে পুরোদমে শ্রম দিতে পারছেন না। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। প্রচণ্ড দাবদাহে ভয়াবহ লোডশেডিং অব্যাহত থাকায় তীব্র গরমে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পৌরসভার পানি সরবরাহব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যসহ কলকারখানার উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। দিনাজপুর প্রতিনিধি জানান, কয়েক দিন থেকে দিনাজপুরে প্রচণ্ড দাবদাহে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ছে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী জনসাধারণ। ভোলা প্রতিনিধি জানান, দীর্ঘ তিন মাস ধরে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এবং রাতেও লোডশেডিং হওয়ায় বিক্ষুব্ধ গ্রাহকরা মঙ্গলবার রাতে চরফ্যাশনের পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোরহানউদ্দিনের ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে চরফ্যাশন ৩৩ কেভি সরবরাহ লাইন স্থাপনের কাজ চলছে। তাই দিনের বেলা নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তা ছাড়া রাতের বেলাও লোডশেডিং হয়। এজন্য গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর