শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘গরিব-দুখীর বিচার পাওয়ার অধিকার সরকারের অঙ্গীকার’

প্রতিদিন ডেস্ক

সারা দেশে নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। প্রতিপাদ্য বিষয় ছিল ‘গরিব-দুখীর বিচার পাওয়ার অধিকার সরকারের অঙ্গীকার’। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কুমিল্লা : র‌্যালি শেষে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা  জজ  নুরুল ইসলাম। তিনি বলেন- গরিব মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠা করার জন্যে লিগ্যাল এইড কাজ করছে। ‘অসহায় ও গরিব মানুষগুলো সরকারি অর্থায়নে মামলা করতে পারবেন’ এ বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উল্লেখ্য, যারা মামলার খরচ চালাতে অক্ষম তারা জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন জানালে সরকারি খরচে আইনজীবী তার পক্ষে মামলা পরিচালনা করবেন। বরিশাল : নগরীতে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন বরিশাল-২ আসনের এমপি তালুকদার মো. ইউনুস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। কিশোরগঞ্জ : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কিশোরগঞ্জ কমিটির উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম। গোপালগঞ্জ : জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দলিল উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ অংশ নেন। নরসিংদী : জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীবের নেতৃত্বে ব্যালি শহর প্রদক্ষিণ করে। কুড়িগ্রাম : আদালত প্রাঙ্গণ থেকে জেলা ও দায়রা জজ ইলিয়াস হোসাইনের নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গাজীপুর : জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিতে গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক, জেলা প্রশাসক এসএম আলম প্রমুখ অংশ নেন। ভোলা : জেলা ও দায়রা জজ ফেরদাইস আহমেদে সভার সভাপতিত্বে বক্তব্য দেন— চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাবু প্রমুখ। খাগড়াছড়ি : বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এনামুল হক ভূঁইয়া। লক্ষ্মীপুর : সকালে জজ কোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা ও দায়রা জজ সাইদুর রহমানে সভাপতিত্বে বক্তব্য দেন লায়ন এমএ আওয়াল এমপি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উল্লাহ। মাগুরা : জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের নেতৃত্ব র‌্যালিতে অংশ নেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ। মেহেরপুর : মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যালি বের হয়ে জজ কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মুন্সীগঞ্জ : জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনগত সহায়তা বিষয়ক পরামর্শ মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী। নীলফামারী : জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীরের নেতৃত্বে আদালত প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। নোয়াখালী : জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদের নেতৃত্বে বের হওয়া র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার ইলিয়াছ। তারিক আহমদের সভাপতিত্বে আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জামালপুর : র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির‌্যাতন আদালতের বিচারক আবু মো. আমিনুল এহসান, স্পেশাল আদালতের বিচারক মো. মোক্তার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, জামালপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সরোয়ার জাহান, বিচার প্রার্থী সীমা বেগম।

সর্বশেষ খবর