শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লোডশেডিংয়ে স্থবির বেনাপোল

বেনাপোল প্রতিনিধি

দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে যশোরের বেনাপোল বন্দরে বিদ্যুৎ থাকে মাত্র আট ঘণ্টা। ভয়াবহ এ লোডশেডিংয়ের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বেনাপোল কাস্টমস ও বন্দর। শার্শা উপজেলা সদরে গড়ে উঠা কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কাস্টমস ও বন্দর সচল এবং আমদানি-রফতানির স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিদিন হাজার হাজার টাকার ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে। এই অবস্থা চলছে এক সপ্তাহ ধরে। একদিকে প্রচণ্ড দাবদাহ, অন্যদিকে লোডশেডিং। ফলে বন্দরের স্বাভাবিক কাজে নেমে এসেছে স্থবিরতা। এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল্লাহ খান বলেন, ‘জেনারেটর চালিয়ে দাপ্তরিক কাজ করা খুবই কঠিন।’ লোডশেডিংয়ের কথা স্বীকার করে যশোর পল্লীবিদ্যুৎ সমিতির শার্শা জোনাল অফিসের ডিজিএম বলেন, দেশব্যাপী নৌযান ধর্মঘটের কারণে তেলভিত্তিক পাওয়ার প্লান্টগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।

সর্বশেষ খবর