বুধবার, ৪ মে, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লার গুণবতীতে প্রার্থী ও ভোটারদের হুমকির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে আতঙ্কে ভোটার ও প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আহাম্মদ খোকন ও তার বাহিনী হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের গোলাম মাওলা শিল্পী গতকাল চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মাওলা শিল্পী বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আহাম্মদ খোকন একজন প্রভাবশালী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্তত ২০টি মামলা হয়েছে। খোকন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আহাম্মদ খোকন বলেন, ‘আমার বিরুদ্ধে গোলাম মাওলা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ করেছে। আমি কিংবা আমার কর্মী সমর্থকরা কখনো অস্ত্রের মহড়া দেইনি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, ‘গুণবতী থেকে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর