বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

টোল আদায় নিয়ে দ্বন্দ্বে বন্ধ পঞ্চগড়ের কাঁচাবাজার

উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে কৃষক

পঞ্চগড় প্রতিনিধি

টোল আদায় নিয়ে বিরোধের জেরে পঞ্চগড়ের কাঁচাবাজার গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে গ্রামীণ কৃষক তাদের উৎপাদিত পণ্য নিয়ে পড়েছেন বিপাকে। কাঁচামাল কোথাও বিক্রি করতে পারছেন না তারা। ব্যবসায়ী নেতারা জানান, দীর্ঘদিন ধরে বিক্রেতার কাছে টোল আদায় না করে ক্রেতা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে পৌরসভা এবং ইজারাদারের কাছে বার বার অভিযোগ করা হয়। বিষয়টি সমাধান না করে উল্টো অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার কর্তৃপক্ষ। পিকআপ প্রতি ১৬ টাকা টোল নেওয়ার কথা থাকলেও তারা ৫০০ থেকে এক হাজার টাকা আদায় করে। কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশা বলেন, ‘কৃষক শাকসবজি বিক্রি করছেন। টোল তাদের কাছ থেকেই নেওয়া উচিত। তা না করে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হচ্ছে।’ টোল আদায়কারী ছিদ্দিক জানান, আগের বছর আবুল বাসার টোল আদায় করেছিলেন। এবার তিনি টোল আদায়ের কাজ না পেয়ে ব্যবসায়ীদের নিয়ে দল পাকিয়ে আন্দোলন করছেন। আগে যেভাবে টোল আদায় করা হয়েছিল এখন সেভাবেই আদায় করা হচ্ছে। ইজারাদার অগ্রদূত সমিতির পক্ষে হান্নান শেখ জানান, টোল আদায় হচ্ছে সরকারি নীতিমালা মেনেই। কিছু ব্যবসায়ীর স্বার্থের হানি হওয়ায় এই আন্দোলন। কৃষকরা জানান, কয়েকদিন ধরে টোল আদায়কে কেন্দ্র করে আন্দোলনের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মাঠ থেকে তোলা সবজি পচে যাচ্ছে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে ঢেড়স, বেগুন। তাদের ভাষ্য, মাঠ থেকে সবজি তুলে এনে পরিবহন এবং আড়তদারকে টাকা দিয়ে এমনিতেই খুব লাভ থাকে না। তার উপর টোল দিতে হলে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। পঞ্চগড় পৌরমেয়র তৌহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে টোল আদায়ের দাবি জানিয়েছেন। এটা অযৌক্তিক। সরকারি নিয়মও নয়। ব্যবসায়ীরা না বুঝলে কৃষক এবং ভোক্তাদের কথা বিবেচনা করে বিকল্প বাজার বসানোর উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর