মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা
ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা চলছেই

দুজনের মৃত্যু, ইউএনও অফিস বাড়িঘরে হামলা আগুন

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ ও জামালপুরে নির্বাচনী সহিংসতায় আহত দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তারা। টাঙ্গাইলে ভোট পুনঃগণনার দাবিতে হামলা চালানো হয়েছে ইউএনও অফিসে। যশোরে নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া কুমিল্লা, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে সংঘর্ষ, দোকান-বাড়িঘরে হামলা ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— ময়মনসিংহ : সদর উপজেলার পরানগঞ্জে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত এনামুল হকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে গতকাল মারা যান তিনি।  এলাকাবাসী ও পুলিশ জানায়, ৭ মে পরানগঞ্জ ইউপি নির্বাচনে  সদস্য প্রার্থী গোলাম আব্বাস বাবুল বিজয়ী হন। প্রতিপক্ষ প্রার্থী জমসেদ আলী পরাজিত হওয়ায় রবিবার অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল মেম্বারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। রাজশাহী : বাগমারার আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ জাহিদুল মারা গেছেন। গতকাল ভোরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। টাঙ্গাইল : দেলদুয়ার উপজেলা নির্বাহী কমকর্তার কার্যালয়ে গতকাল হামলা, ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। আহত হয়েছেন ১৫-২০ জন। ৭ মে আটিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজ মল্লিক বিজয়ী হন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন গতকাল কর্মী-সমর্থক নিয়ে ভোট পুনঃগণনার দাবিতে ইউএনওর অফিসে হামলা করে। কুমিল্লা : নির্বাচনে জয়লাভের একদিন পর রবিবার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার বাহিনী প্রতিপক্ষ মোক্তার হোসেনের বাড়ি-দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হাজিপুরা বাজারের প্রায় ৫০ দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। এ বিষয়ে জানতে মোস্তফা কামালের মুঠোফোনে বারবার কল করে বন্ধ পাওয়া যায়। যশোর : ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান নেছার উদ্দিনকে গতকাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিকের বাড়িসহ পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। মাদারগঞ্জ : জামালপুরের মাদারগঞ্জ কড়ইচড়া ইউনিয়নে বিজয়ী প্রার্থীর (নৌকা) কেন্দ্র খরচের টাকা ও ব্যাচ ঠিকভাবে বণ্টন না করা নিয়ে সংঘর্ষ বাধে। গড়পাড়া গ্রামে গতকালের এ সংঘর্ষে আহত হন ১৬ জন।

সর্বশেষ খবর