বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

কালীগঙ্গা সেতু বদলে দেবে মানিকগঞ্জের দক্ষিণাঞ্চল

মানিকগঞ্জ প্রতিনিধি

কালীগঙ্গা সেতু বদলে দেবে মানিকগঞ্জের দক্ষিণাঞ্চল

উদ্বোধনের অপেক্ষায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত সেতু —বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জ শহরের মধ্যদিয়ে প্রবাহিত কালীগঙ্গা নদী পৌরসভার একটি ওয়ার্ডসহ জেলার দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফলে হরিরামপুর, দোহার, নবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার জনগণ বেওথাঘাটের খেয়াপার হয়ে মানিকগঞ্জ শহর দিয়ে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া করে থাকেন। যুগের পর যুগ এ অবস্থা চলছে। খেয়াপাড়ের অপেক্ষায় থেকে অনেক চাকরিজীবী, শিক্ষার্থীর সময় পার হয়ে যায়। বহু শিক্ষার্থী সময়মত বিদ্যালয়ে যেতে না পেরে ফিরে যায় বাড়ি। রাতে বন্ধ থাকে খেয়া। এ সময় কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও নেই। তাকে থাকতে হয় বিনাচিকিৎসায়। শুধু যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় কৃষক বঞ্চিত হন পণ্যের ন্যায্যমূল্য থেকে। এ অবস্থায় জেলার অবহেলিত ওই অংশের মানুষের প্রাণের দাবি ছিল বেওথা এলাকায় কালীগঙ্গা নদীতে সেতু নির্মাণের। তাদের ভোগান্তি নিয়ে পত্রিকায় প্রতিবেদনও ছাপা হয়। অবশেষে গত বছর এ নদীতে সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক জানান, কালীগঙ্গা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। কিছুদিন পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সর্বশেষ খবর