বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ট্রাক-লেগুনা সংঘর্ষ  স্বামী-স্ত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে  যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। উপজেলার সাওঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রাতে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন— বগুড়ার সদর উপজেলার শামীম আহাম্মেদ (৩৩) ও তার স্ত্রী নাসিমা বেগম (২৫)।

—রূপগঞ্জ প্রতিনিধি

চিলাই নদীতে যুবকের লাশ

জেলার চিলাই নদী থেকে গতকাল অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে রয়েছে গেঞ্জি। মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলের মর্গে পাঠিয়েছে।—গাজীপুর প্রতিনিধি

রাঙামাটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা

রাঙামাটি ইউপি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময় আইনশৃঙ্খলা ভঙ্গকারীকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। —রাঙামাটি প্রতিনিধি

হরিণ জবাই করে ভাগবাটোয়ারা

সিলেটের কানাইঘাটে একটি বন্য হরিণ জবাই করে মাংস ভাগবাটোয়ার করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। জানা গেছে, গত সোমবার কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল ডাউকেরগুল বড়খেওড় এলাকা থেকে হরিণটি শিকার করেন সোলেমান মিয়াসহ কয়েকজন প্রভাবশালী। বনের বিট কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, দুর্গম বড়খেওড় এলাকায় স্থানীয় কয়েকজন লোক ওই হরিণ আটক করে। পরে তারা হরিণটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। —নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবস্থান ধর্মঘট

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ। গতকাল সকালে যশোর জেলা প্রশাসকের অফিস চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। অ্যাড. এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন মিয়াজী, পীযূষকান্তি ভট্টাচার্য এমপি, অ্যাড. এনামুল হক, ইকবাল কবীর জাহিদ প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রেসক্লাবের সংবর্ধনা

ময়মনসিংহের ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে ভালুকা প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এমএ মালেক খান উজ্জলের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউএনও মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।—ভালুকা প্রতিনিধি

সর্বশেষ খবর