শিরোনাম
শনিবার, ১৪ মে, ২০১৬ ০০:০০ টা

সোনারগাঁয়ে সংঘর্ষে প্রার্থীসহ আহত ২০

ধামরাইয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

সোনারগাঁ ও ধামরাই প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার ধামরাইয়ে ইউপি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন ২৫ জন। নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ানসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।  মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানা গেছে, গতকাল প্রতীক পাওয়ার পর নির্বাচনীয় প্রচার-প্রচারণার সময় নোয়াগাঁও ইউনিয়নে চৌরাপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থী দেওয়ান উদ্দিন চুন্নু ও বিদ্রোহী প্রার্থী ইউসুফ দেওয়ান সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়।  ঢাকার ধামরাইয়ে শুক্রবার  রাত ৯টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, ধামরাইয়ের শুয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান সোরহাবের কর্মী সমর্থকরা রাজনগর বাজারের পাশে আড্ডা দিচ্ছিল। আর পাশের মাঠেই বিএনপির প্রার্থী ওবাইদুল্লাহ খানের নির্বাচনী সভা চলছিল। এ সময় ওই এলাকা থেকে পুলিশ মঞ্জুর হোসেন নামে বিএনপির এক কর্মীকে আটক করলে তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে দোষারূপ করে। এতে বিএনপি-আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে তর্কে সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।

সর্বশেষ খবর