সোমবার, ১৬ মে, ২০১৬ ০০:০০ টা

কুকুরের উপদ্রবে অতিষ্ঠ ৫০ গ্রামের মানুষ

পঞ্চগড় প্রতিনিধি

জেলার তেঁতুলিয়ায় বেড়েছে কুকুরের উপদ্রব। প্রতিনিয়ত কুকুর আতঙ্কে ভুগছেন উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। এসব গ্রামে প্রায় প্রতিদিন কুকুর দল বেঁধে আক্রমণ করছে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়াসহ গৃহপালিত অন্য প্রাণীদের ওপর। কয়েক মাস ধরে উপজেলাজুড়ে এসব ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গীতালগজ গ্রামের গ্রাম্য ডাক্তার আবদুল জব্বার বলেন, ‘এমনভাবে কুকুর পশুর ওপর আক্রমণ করছে মনে হয় যেন তারা প্রশিক্ষিত। তিন থেকে পাঁচটি কুকুর কোনো প্রাণিকে ঘিরে ধরে মুহূর্তেই মেরে ফেলে। লোকজন আসতে না আসতেই চলে যায়।’ ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের জানানো হলেও কেউ কোনো পদক্ষেপ নেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি সত্য হলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জানা যায়, কুকুর দ্বারা গরু আক্রান্ত হওয়ায় অনেক কৃষকের গোয়ালঘর শূন্য হয়ে গেছে। যাদের আছে তারাও গরু-ছাগল বিক্রি করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। ভুক্তভোগীরা জানান, বেওয়ারিশ এসব কুকুর কোথা থেকে আসে কেউ বলতে পারে না। এরা কয়েকটি একসঙ্গে থাকে। গ্রামীণ রাস্তা বা খেতে গরু-ছাগল ঘাস খাওয়ানোর জন্য যখন বেঁধে রাখা হয়, তখনই কুকুরের দল সংঘবদ্ধভাবে আক্রমণ করে এসব প্রাণির ওপর। কামড়ে আহত অথবা মেরে রেখে চলে যায় তারা। বাড়িতে ঢুকে হাঁস-মুরগির ওপর আক্রমণ করে।  এমন সময় হানা দেয় যখন বাড়িতে কেউ থাকে না।

সর্বশেষ খবর