শিরোনাম
মঙ্গলবার, ১৭ মে, ২০১৬ ০০:০০ টা

চেয়ারম্যান পদে চাচি-ভাতিজা ও ভাবী-দেবরের লড়াই

নিজস্ব প্রতিবেদক,রংপুর

চলমান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুরের দুটি ইউনিয়নের একটিতে চাচি-ভাতিজা ও আরেকটিতে ভাবী-দেবর প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের আশা নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। একই পরিবারের দুজন প্রার্থী হওয়ায় বিপাকে ভোটাররা। কাকে ভোট দেবেন, তা নিয়ে দোটানায় পড়েছেন তারা।

জানা গেছে, বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান টুটুল চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার চাচি হাসিন আখতার বানু। তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। এদিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী সুলতানা আখতার কল্পনার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন দেবর কামরুল ইসলাম চান। গত উপজেলা নির্বাচনে সদর উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী ছিলেন সুলতানা আখতার কল্পনা।

সামান্য ভোটের ব্যবধানে হারেন তিনি। তার শ্বশুর বর্তমান চেয়ারম্যান জমির উদ্দিন প্রামাণিক পরপর তিনবার চেয়ারম্যান হয়েছেন। বয়সের কারণে তিনি   এবার প্রার্থী হননি। তবে ছেলে ও ছেলের বউ প্রার্থী হওয়ায় নিজেও বিপাকে   পড়েছেন বলে জানান।

সর্বশেষ খবর