মঙ্গলবার, ১৭ মে, ২০১৬ ০০:০০ টা

মালিতে নিহত কনস্টেবলের বাড়িতে আহাজারি

শেরপুর প্রতিনিধি

মালিতে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত দুজন বাংলাদেশি পুলিশ মারা  যান। এদের একজন ছামিদুল ইসলাম (৩২)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার বেতমারি গ্রামে। রবিবার বিকালে কর্মরত থাকা অবস্থায় মালিতে ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হন ছামিদুল। মালির বামাকো হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি। রাতে ছামিদুলের এক সহকর্মীর ফেসবুকে পরে ময়মনসিংহ পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারে। খবর জানার পর থেকে পরিবার ও আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠে বাতাস। মা-বাবা স্ত্রী ও দুই সন্তান শোকে বারবার মূর্চ্ছা যাচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারেনি গ্রামের সাধারণ মানুষও।  

পারিবারিক সূত্র জানায়, গত ৩ মে রাতে বাংলাদেশ থেকে মালিতে শান্তি মিশনের উদ্দেশ্যে রওনা হন ছামিদুল। মিশনে যোগদানের পর রবিবার ঝড়ের কবলে পড়ে মারা যান তিনি। সবশেষ ছামিদুল ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

সর্বশেষ খবর