বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

চার জেলায় ঝড়ে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষতি

গাছচাপায় কলেজ ছাত্রের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, ঝিনাইদহ ও রংপুরের বদরগঞ্জ ও কুড়িগ্রামে আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। মঙ্গলবার দিবাগত রাতে বয়ে যাওয়া এ ঝড়ে দিনাজপুরে ফসল, গাছপালা, বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিনাইদহে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে চাপায় মারা গেছেন এক কলেজছাত্র। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত আধা ঘণ্টা স্থায়ী ঘূর্ণিঝড়ে অসংখ্য গাছ, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে। উড়ে যায় টিনের চালা। ইরি-বোরো ধান ও ভুট্টা খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পার্বতীপুর উপজেলার আম ও লিচুর ক্ষতি হয় ৫০ শতাংশের বেশি। ঝড়ের সময় বিদ্যুিবভ্রাটে টিভি, ফ্রিজ, ফ্যান, অটোচার্জার ভ্যান বিকল হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পার্বতীপুর। প্রায় ১৪ ঘণ্টা পর গতকাল দুপুর ১টায় কিছু জায়গায় বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে। সদর ও বীরগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর বদলে যায় এলাকার দৃশ্যপট। বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে যায় অলিগলি। ঝড়ের তাণ্ডবে বদলে যায় এলাকার সেই দৃশ্যপট। পাড়া-মহল্লায় টাঙানো পোস্টার ঝড়ে ছিঁড়ে ফাঁকা হয়ে গেছে অলিগলি। ২৮ মে এ দুই উপজেলার ২১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ : সদর উপজেলার বোড়াই নামক কালবৈশাখী ঝড়ের কবলে রানা আহম্মেদ (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় সদ্য এসএসসি পাস করা শিমুল নামে আরেকজন মারাত্মক আহত হয়েছেন। নিহত রানা সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও পোতাহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রানা ও শিমুল দশমাইল বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় গাছের ডাল ভেঙে মাথার পড়ে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে কালবৈশাখির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি গ্রাম। শত শত ঘরবাড়ি, গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে গাছপালা সড়কের উপর ভেঙে পড়ায় সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়। উপজেলার একাধিক এলাকার বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুড়িগ্রাম : জেলায় ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত্হীন কাটাতে হয় জেলাবাসীকে।

সর্বশেষ খবর