রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

সাজাপ্রাপ্ত অডিটরকে গ্রেফতার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত অডিট কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক সেলিম শিকদার প্রশাসনের কাছে এ দাবি জানান। দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান ঢাকার কাকরাইলে অডিট ভবনে কর্মরত রয়েছে। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বর্ধল গ্রামে। সেলিম শিকদার জানান, সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আয়কর আইনজীবী ও সাংবাদিক সেলিম শিকদারের বড় ভাই রহমতুল্লাহ কাছ থেকে বন্ধুদের সুবাদে শেখ মোহাম্মদ সাইফুর রহমান তিন মাসের জন্য দশ লাখ টাকা ধার নেন। তিন মাস পার হওয়ার পর সাইফুর রহমান দশ লাখ টাকার চেক দেন। কিন্তু চেকটি ব্যাংক ডিজনার করে। পরবর্তীতে উকিল নোটিস দিয়েও ফল না পাওয়ায় ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে গত ৬ মে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাছান সাইফুরকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও চেকে উল্লিখিত টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করা হয়নি। এখনও তিনি বহাল তবিয়তে অফিসে কর্মরত রয়েছেন।

সর্বশেষ খবর