শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষার্থীদের ডিম খাওয়াবে প্যারাগন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিশু শিক্ষার্থীকে এক বছর ডিম খাওয়াবে প্যারাগন গ্রুপ। দেওয়া হবে বিশুদ্ধ পানি এবং চিকিত্সাসুবিধা।

শিশুদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্কুল ফিডিং প্রোগ্রাম। শনিবার দুপুরে সদর উপজেলার বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যারাগন দাতব্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের মধ্যে টিফিন বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবরট। অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ দারুণ অগ্রগতি করেছে। এখানে এসে আমি সত্যিই মুগ্ধ। আমি আশা করি প্রাথমিক শিক্ষায় আরও অধিক সংখ্যক শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। উন্নয়ন সহযোগী হিসেবে আমরা বাংলাদেশের পাশে আছি, থাকব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. ফা. হ. আনসারী, এসিআই লিমিটেডের কমিউনিকেশন ও মার্কেটিং ম্যানেজার পিয়ার সিমনেট প্রমুখ। অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক হিসেবে বাংলার ঐতিহ্য নকশি কাঁথা উপহার দেওয়া হয়।

সর্বশেষ খবর