মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

আটক আরাকান আর্মি নেতা ডা. রেনিন হাসপাতালে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সুয়েকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে  স্থানান্তর করা হয়েছে। গতকাল বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কড়া পুলিশ প্রহরায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার জয়নাল আবেদিন জানান, শনিবার মধ্য রাতে হঠাৎ রেনিন সুয়ে বুকে ব্যথা অনুভব করেন। রবিবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কয়েক ঘণ্টা চিকিৎসকদের পর্যাবেক্ষণে থাকার পরও ব্যথা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. মং ক্যাচিং সাগর জানান, রেনিন সুয়ের বুকে ব্যথার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাঙামাটির রাজস্থলীর কলেজ পাড়ার একটি বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ির দুই কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথবাহিনী আটক করে। এক মাস পর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সুয়েকে। আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ। মামলাগুলো বিচারাধীন।

সর্বশেষ খবর