মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

এক পলক

খাগড়াছড়িতে পিসিপির সড়ক অবরোধ আজ

খাগড়াছড়ি জেলায় আজ মঙ্গলবার আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। সোমবার পরিষদের দপ্তর সম্পাদক রুপেশ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে দীঘিনালা উপজেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসন বাধা দেওয়ার প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে। —খাগড়াছড়ি প্রতিনিধি

ভার্চুয়াল লেকচার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিডিরেন-এর মাধ্যমে স্থাপিত ভার্চুয়াল লেকচার রুম থেকে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রবিবার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে ভার্চুয়াল লেকচার প্রদান করেন। ইংরেজি বিষয়ে অধিভুক্ত ১০২তম ব্যাচের কলেজের শিক্ষকরা সরাসরি এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজশাহী কলেজ ও খুলনা বিএল কলেজের শিক্ষকরা স্ব-স্ব প্রতিষ্ঠানে থেকে এ লেকচারে অংশগ্রহণ করেন। দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিডিরেন-এর সহায়তায় ভার্চুয়াল লেকচার কক্ষ স্থাপিত হলেও এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ ধরনের তথ্যপ্রযুক্তির সহায়তায় লেকচার প্রদান করা হলো। উপাচার্য রাজশাহী ও বিএল কলেজের শিক্ষকদের উদ্দেশে কথা বলতে গিয়ে জানান, অন্যান্য কলেজকেও এ রকম নেটওয়ার্কিংয়ের আওতায় নিয়ে আসা হবে।

—গাজীপুর প্রতিনিধি

রূপগঞ্জে প্রতারক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহমাতুল্লাহ নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পূর্বাঞ্চল উপশহরের ভোলানাথপুর এলাকা থেকে তাকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। আটক রহমাতুল্লাহ খিলক্ষেত থানার ডুমনি পাতিরা পশ্চিমপাড়া এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল আলম জানান, প্রতারক রহমাতুল্লাহ খিলক্ষেত, রূপগঞ্জ ও পূর্বাঞ্চল উপশহর এলাকায় নিজেকে দুর্নীতির সন্ধানের রিপোর্টার কখনো আলোকিত সকাল, আবার কখনো এশিয়া বার্তার সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করত। আটককৃত রহমাতুল্লাহর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে  অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ট্রাক চাপায় নিহত

গাজীপুরে সালনা এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

—গাজীপুর প্রতিনিধি

বিদ্যুতের দাবিতে অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সরাইল-নাসিরনগর সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা বশিরউল্লাহ। বক্তারা বলেন, কয়েকমাস ধরে সরাইলে টানা ১০/১২ ঘণ্টারও বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় নির্বাহী প্রকৌশলী শুভ্রত রায় জানান, সরাইলে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি থাকে। শিগগির এর সমাধান সম্ভব নয়।  —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিওর মোড়ক উন্মোচন

বগুড়া থেকে প্রকাশিত কবিতাপত্র ‘নিওর’ এগারোতম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া প্রেসক্লাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। এগারোতম সংখ্যা সম্পাদনা করেছেন হাদিউল হৃদয়। পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন কবি শিবলী মোকতাদির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, কবি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী,  মুরশিদ আলম,  আমজাদ হোসেন মিন্টু,  জিএম সজল, মতিয়ার রহমান, সুলতান মাহমুদ খান রনি, আবদুল খালেক, কবি ইসলাম রফিক, আমির খসরু সেলিম,  রাহমান মিজান প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও ছয়টি ম্যাগজিনসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, আলাউদ্দিন ও ইলিয়াছ। সোমবার সকালে চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

খুলনার দিঘলিয়ায় শাক তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আলেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বারাকপুর মিনেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মাহাতাব শিকদার। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে গ্রামের আতিয়ার রহমান মিনের বাড়ির বৈদ্যুতিক ওই ক্ষেতের মধ্যে পড়ে ছিল। সোমবার বেলা ১১টার দিকে আলেয়া শাক তুলতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। —নিজস্ব প্রতিবেদক, খুলনা

সর্বশেষ খবর