বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

বিভিন্ন স্থানে তিন প্রার্থীর ওপর হামলা, বিএনপির ৩ কর্মীকে কুপিয়ে জখম

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা করতে গিয়ে গাড়ি ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা —বাংলাদেশ প্রতিদিন

পঞ্চম ও ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট কোনো না কোনো এলাকায় প্রতিনিয়ত ঘটছে সহিংসতা। এরই ধারাবাহিকতায় গতকাল মুন্সীগঞ্জে আওয়ামী লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও পুুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। নাটোর, ঝিনাইদহ ও কুমিল্লায় তিন চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা হয়েছে। পিরোজপুরে ধানের শীষের তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে      দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে সংঘাত, অগ্নিসংযোগ ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী রিপন পাটোয়ারি ও আওয়ামী লীগের বিদ্রোহী মহসিনা হকের সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে গতকাল মহেষপুর এলাকায় দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। গুলিবদ্ধ সাতজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার এড়াতে বাকিরা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। নাটোর : সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী প্রদীপ কুমারের ওপর স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাকের সমর্থকরা হামলা চালিয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার রাতে ছাতারদিঘী বাজারে এ ঘটনা ঘটে। হামলাকারী দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এদিকে বড়াইগ্রাম সদর ইউপির প্রচারণাকে কেন্দ্র করে একই রাতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। ঝিনাইদহ : হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুল হান্নানকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। গণসংযোগের জন্য গতকাল শিতলীপাড়া বাজারে গেলে হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় হান্নানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান অভিযোগ করেন, আওয়ামী ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা : দাউদকান্দির মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে নৌকার প্রার্থী-সমর্থকরা। এ সময় হামলাকারী দুজনকে আটক করেছেন গ্রামবাসী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের মাওড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে একই ইউনিয়নের নৌকার প্রার্থী দুলাল আহম্মেদের ওপর বিএনপি প্রার্থীর কর্মীরা মঙ্গলবার রাতে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন দুলাল আহম্মেদ। পিরোজপুর : সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে নৌকার লোকজন ধানের শীষের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে। আহতরা হলেন— মিরাজ, রাজু ও নাদিন। এ ঘটনায় একজন নিখোঁজ থাকার দাবি করেছেন ধানের শীষের প্রার্থী। সিকদারমল্লিক ইউপির সামনে গতকাল হামলার ঘটনা ঘটে। আহত মিরাজ ও রাজুকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। রংপুর : সদর উপজেলার খলেয়া ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর অব্যাহত হুমকি-ধমকি এবং ভয়ভীতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাতীয় পার্টির প্রার্থী ফারুক মিয়া ও তার কর্মী-সমর্থক। তাদের অভিযোগ, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসিকে লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। চাঁদপুর : কচুয়ার পশ্চিম সহদেবপুরে নৌকার প্রার্থী মো. সামছুদ্দিনকে বিদ্রোহী প্রার্থী কর্তৃক প্রাণনাশের হুমকি ও নির্বাচনী কাজে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী গতকাল তুলপাই বাজারে নৌকার কর্মী-সমর্থক নিয়ে সমাবেশের মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযোগ করেন। ফরিদপুর : নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আ. মান্নান ফকিরের প্রতীকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বনকগ্রাম বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার সমর্থিত একটি ব্যানারও পুড়িয়ে দেয়। নোয়াখালী : বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিদ্রোহী প্রার্থী শরিয়ত উল্ল্যা মিন্টুর সমর্থকরা। এ সময় তাদের পিটুনিতে ১০ জন আহত হন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। অপরদিকে এওজবালিয়া ইউনিয়নে এ দিন বিকালে বিএনপি প্রার্থী শাহজাহান স্বপনের লোকজনের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী সমর্থকরা। এতে পাঁচ বিএনপি কর্মী আহত হয়েছেন। ধামরাই : ধামরাইয়ের সুয়াপুর ও চৌহাট ইউনিয়নে নির্বাচনকে কেন্দ  করে বুধবার দফায় দফায় অস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের ভাই সেলিম হোসেনসহ তার কর্মী সমর্থকরা ফুলতলা এলাকায় ভোট চাইতে গেলে হামলার শিকার হন। হামলাকারীরা সেলিমের পেটে রাম দা দিয়ে কুপিয়ে নাড়িভুড়ি বের করে দেয়। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পারভীন হাসান প্রীতির কর্মী মোশারফ হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষ। এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থীর কর্মী নুরে আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। খবর পেয়ে তার ছোট ভাই আলমগীর কবির এগিয়ে গেলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চৌহাটের আতুল্লাচর এলাকায় বিএনপি প্রার্থীর কর্মীদের মারধর করেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর