শিরোনাম
শনিবার, ২৮ মে, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে উদ্বেগ-উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ৪৭টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে আজ। এতে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের পাশাপাশি কর্মী, সমর্থক ও  জনগণের মধ্যে উৎসবের আমেজ থাকলেও রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠাও। বহিরাগতদের আনাগোনায় আতঙ্কে অনেক প্রার্থী। এ নিয়ে চট্টগ্রাম নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে স্ট্রাইকিং ফোর্স। চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন কমিশনার মো. আবদুল বাতেন বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, সহিংসতা ঠেকাতে বিভিন্ন স্থানে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। জানা গেছে, পঞ্চম ধাপে চট্টগ্রামের পটিয়া উপজেলার ২১, বোয়ালখালী উপজেলার ৭, চন্দনাইশ উপজেলার ৭ এবং রাঙ্গুনীয়া উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

সর্বশেষ খবর