রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

ফরমালিনযুক্ত ফলে সয়লাব হাটবাজার

বাগেরহাট প্রতিনিধি

মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনযুক্ত মৌসুমি ফলে ছেয়ে গেছে বাগেরহাটের হাট-বাজার। মৌসুমের শুরুতে বেশি দামের আশায় এসব ফল দোকানে অবাধে বিক্রি করছেন ব্যবসায়ীরা। চিকিৎসকের ভাষায়— মানবদেহের জন্য খাদ্যে তিন ভাগ ফরমালিন সহনীয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মৌসুমি ফলে মাত্রারিক্ত ফরমালিন ব্যবহার করায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন জেলার সাধারণ মানুষ। আতঙ্কে ফল কিনতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। ফরমালিন মেশানো ফলের এ চিত্র শুধু বাগেরহাট সদরেই নয়, অন্য উপজেলায়ও দেদার বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত ফল। এক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাগেরহাট ভোক্তা অধিকার সংগঠনের (ক্যাব) সভাপতি বাবুল সরদার জানান, মৌসুমি ফলে ফরমালিন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। জনগণকে সচেতন করা না গেলে বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, ফলে ফরমালিনের বিষয়টি নিয়ে মূলত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

সর্বশেষ খবর