রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় স্মৃতি নিটওয়্যার নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

—গাজীপুর প্রতিনিধি

‘সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই’

বরগুনার আমতলী একে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল দুর্নীতি দমন কমিশনের-দুদক মতবিনিময় সভা হয়েছে। সভায় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন— জাতির জনকের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। এই সোনার মানুষ হচ্ছেন যারা দুর্নীতিবিরোধী। তাদের নিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— ‘দুর্নীতিকে ঘৃণা করার শিক্ষা গ্রহণ করছ। দুর্নীতি প্রতিরোধে তোমাদের এগিয়ে আসতে হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আখতার হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।—আমতলী প্রতিনিধি

পার্বত্য নারী সম্মেলন

পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে নারী নেত্রীদের নিয়ে ১০ম পার্বত্য নারী সম্মেলন গতকাল খাগড়াচড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সভাপতিত্ব করেন নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা।—খাগড়াছড়ি প্রতিনিধি

সংবর্ধনা

সুনামগঞ্জ যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। জেলা ইউনিট কমান্ড মিলনায়তনে আয়োজিত গতকালের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। জেলা ইউনিট কমান্ডার হাজী নূরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— ফজলুল হক আতিক ও পরিমল কান্তি দে। বক্তব্য দেন, আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ, আবু সুফিয়ান, মুজাহিদ উদ্দিন আহমদ, সফর আলী, আতাউর রহমান, কল্লোল তালুকদার চপল, ইকবাল আল-আজাদ, ফেরদৌসী সিদ্দিকা প্রমুখ।—সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর