Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩১ মে, ২০১৬ ২৩:৫৬
স্কুলকমিটির নির্বাচন নিয়েও সহিংসতা, গুলিবিদ্ধ ৬
মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র গোলাগুলি হয়েছে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ-বিএনপির ছয় নেতাকর্মী। পুটিখালী ইউনিয়নের শোনাখালী গ্রামে গতকালের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তোফাজ্জেল শেখ, ইউনিয়ন বিএনপি সহসভাপতি খলিল শিকদারের তিন ছেলে সিহাব, রুবেল ও আবু হোসাইনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অপর দুই আওয়ামী লীগ কর্মী আব্দুস সোবহান ও সত্তারকে চিকিৎসা দেওয়া হচ্ছে মোরেলগঞ্জ হাসপাতালে।

এলাকাবাসী জানান, শোনাখালী মহব্বত আলী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন একই বংশের মাহবুব শিকদার ও খলিল শিকদার। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর পর মাহবুব তার বাহিনী ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিদ্যালয়ের কাছাকাছি গেলে খলিলের লোকজন ধাওয়া করে। এ সময় নিজের বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন মাহবুব। এতে ছয়জন আহত হন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলিবর্ষণকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব শিকদার ও তার ছোট ভাই মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাহবুবের লাইসেন্স করা দোনলা বন্দুক, ৩১ রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসা। মাহবুব বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে প্রথমে ফাকা গুলি ছুড়ি। পরে আত্মরক্ষার্থে আরও এক রাউন্ড গুলি ছুড়লে কয়েকজন আহত ও সবাই ছত্রভঙ্গ হয়ে যায়’। ভোট গ্রহণকারী কর্মকর্তা (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) জানান, ঘটনাটি বিদ্যালয় থেকে কিছুটা দূরে হওয়ায় ভোট যথারীতি চলে। তবে ভোটার উপস্থিতি কম হয়েছে।

up-arrow