Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুন, ২০১৬ ০০:০০
গম কেনা নিয়ে সংবাদ শতভাগ সত্য
সংবাদ সম্মেলনে সাবেক এমপি
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ফরহাদ হোসেন ও পৌর মেয়র মোতচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়েছে। জেলা শহরের যাদবপুর সড়কে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, হুইট ব্লাস্ট রোগে মেহেরপুরে এবার কৃষকের গম জমিতেই নষ্ট হয়ে গেছে। লক্ষ্যমাত্রার সিকিভাগ গম উৎপাদন না হওয়ার পরও অন্য জেলা থেকে গম এনে এমপির নেতৃতে তার আস্থাভাজনরা সরকারি খাদ্য গুদামে বিক্রি করছে। ক্ষতিগ্রস্তদেরও যদি দু-এক টন করে গম দেওয়ার ব্যবস্থা করতেন তবুও তারা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারতেন। গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিনে ‘বাজার থেকে গম কিনে গুদামে সরবরাহ করছেন নেতারা’ শিরোনামে সংবাদে প্রকাশের পর মেহেরপুর প্রতিনিধিকে আসামি করে ২২ মে আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান এমপির বোনজামাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। ওই সংবাদকে শতভাগ সত্য আখ্যায়িত করে ‘মিথ্যা’ মামলার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। জয়নাল আবেদীন আরো বলেন— পৌর মেয়র একটি প্রকল্পের ১৫ কোটির টাকার কাজে ১০ শতাংশ কমিশন নিয়ে সেখান থেকে অর্ধেক টাকা এমপিকে দিয়েছেন। মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু পৌরসভা সংলগ্ন এক একর ৬২ শতক সরকারের জমি দখল করে সেখানে থাকা পুরাতন ভবন ভেঙে ২০ কোটি টাকার ক্ষতি করেছেন। সেই জমিতে এখন বহুতল মার্কেট নির্মাণ করছেন। অথচ জেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক গবেষণা ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল মান্নান (ছোট) ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী।

up-arrow