বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু, বাড়িমালিকের শাস্তি দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘বাড়ি নয়, মরণফাঁদ’ স্লোগানে স্কুলছাত্র সৌম মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিকসহ দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড়ে সৌম্যের সহপাঠীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বক্তারা বলেন, সিরাজগঞ্জ পৌরসভায় বিল্ডিং কোড না মেনে ইচ্ছামত ভবন নির্মাণ হচ্ছে। গত ২১ মে শহরের বাহিরগোলা রোডে শাহজামালের ভবনে প্রাইভেট পড়তে গিয়ে তিন তলায় জানালার পাশে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান পঞ্চম শ্রেণির ছাত্র সৌম্য। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। তারা সৌম্যের মৃত্যুর জন্য দায়ী ভবনমালিকের শাস্তি দাবি করেন।

সর্বশেষ খবর