Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুন, ২০১৬ ০৩:৪০
শিশু ধর্ষণের শিকার
সিরাজগঞ্জ ও ফেনী প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। এনায়েতপুর থানার গোসাইবাড়ী গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে শিশুর বাবা থানায় মামলা করার পরই অভিযুক্ত আলাউদ্দিনকে (২২) আটক করেছে পুলিশ। সদর হাসপাতালের চিকিৎসক বনানী রায় জানান, শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এদিকে ফেনীতে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়ায় এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষক হূদয় চন্দ  দাসকে (১৫) গ্রেফতার করেছে। হূদয় ওই এলাকার চন্দন দাসের ছেলে।

এই পাতার আরো খবর
up-arrow