Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ জুন, ২০১৬ ০০:১৬
দুই ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ
রাজশাহীর গোদাগাড়ীতে সিমেন্টবোঝাই দুটি ট্রাক ওঠার পর এভাবেই ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ —বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার বেইলি ব্রিজটি দুটি সিমেন্টবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। গতকাল ভোরের এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। স্থানীয়রা জানান, গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় লোহার এই ব্রিজটি কয়েক বছর আগে থেকেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা সম্বলিত সাইনবোর্ড লাগানো ছিল। তবে দেখভালের কোনো লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করতো। বুধবার ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ গাড়ি সড়কে চলাচল শুরু করে।

এই পাতার আরো খবর
up-arrow