বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

ম্যানেজিং কমিটি নির্বাচনে গুলির ঘটনায় দুই মামলা

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র  করে সংঘর্ষ ও গুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির ২৭ নেতা-কর্মীকে। মঙ্গলবার বিকাল ও রাতে থানায় মামলা দুটি করা হয়। প্রথম মামলায় আসামি দুজন। এরা হলেন— গুলিবর্ষণকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব শিকদার ও তার ভাই কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী মিজান শিকদার। এই মামলার বাদী সোনাখালী বাজার কমিটির সভাপতি আওয়ামী লীগ কর্মী আব্দুস সোবাহান শিকদার।

অপর মামলাটি করেন জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রেজাউল করিম। এ মামলায় আসামি করা হয়েছে ১০ জনকে। এরা হলেন— গুলিবিদ্ধ সিহাব শিকদার ও তার ভাই রুবেল, ইউনিয়ন বিএনপির সহসভাপতি খলিল শিকদার, শহিদ, রফিকুল, বিপ্লব, মেহেদীে, আলামীন, বেল্লাল ও প্রথম মামলার বাদী সোবাহান। অজ্ঞাত আসামি রয়েছে আরো ১৫ জনকে। প্রসঙ্গত, মঙ্গলবার সোনাখালী মহব্বত আলী বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিল। ওই সময় বিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হন।

সর্বশেষ খবর