বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

মাগুরায় শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন

মাগুরা সদর উপজেলার বরইগ্রামে শিকলে বাঁধা গৃহবধূ —বাংলাদেশ প্রতিদিন

সদর উপজেলার বরই গ্রামে শিকলে বেঁধে দিনভর গৃহবধূ মাহফুজা খাতুনের ওপর পৈশাচিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল পুলিশ মাহফুজার শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত স্বামী, ভাশুর, দেবরসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজন পলাতক রয়েছেন। জানা গেছে, দিনভর নির্যাতনের এই ঘটনা বিকাল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের কাছে পৌঁছালে তারা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে  গৃহবধূকে উদ্ধার করে। নির্যাতনের শিকার মাহফুজা খাতুন জানান, তার এক আত্মীয়ের সঙ্গে এই পরিবারের এক মেয়ের প্রেমের সম্পর্ক থাকার ঘটনা জানাজানি হওয়ায় তাকে (মাহফুজাকে) অভিযুক্ত করা হয়। এরপর পরিবারের লোকেরা তার ওপর নানাভাবে নির্যাতনের এক পর্যায়ে গতকাল সকাল ১০টার দিকে স্বামী শুকুর, ভাশুর মন্টু, দেবর নান্নু, আতিয়ার, জহির, শাশুড়ি কমলা তাকে পায়ে শিকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে বেদম মারধর করেন। মাহফুজার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মুস্তাফিজ জানায়, মায়ের ওপর নির্যাতন ঠেকাতে গেলে তার বাবা তাকেও লাথি মেরে ফেলে দেন। সদর থানার ওসি আজমল হুদা জানান, পুলিশ মাহফুজাকে উদ্ধার করেছে। শাশুড়ি কমলা খাতুনকে গ্রেফতার করেছে। বাকিরা পালিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর