Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ জুন, ২০১৬ ০৩:২৩
২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় সেন্ট মার্টিন বঙ্গোপসাগর এলাকা থেকে একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, গতকাল দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের ৪ কিলোমিটার উত্তর-দক্ষিণে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ১২ মাঝিকে ট্রলারসহ আটক করা হয়। এ ছাড়া বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নাফ নদের তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, ট্রলারসহ জেলেদের টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এই পাতার আরো খবর
up-arrow