শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটিতে লড়াই হবে ত্রিমুখী

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে লড়াই হবে ত্রিমুখী

রাঙামাটিতে ইউপি নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী ও হাড্ডাহাড্ডি। আওয়ামী লীগ, বিএনপি ও জনসংহতি সমিতি  (জেএসএস) সমর্থিত প্রার্থীদের মধ্যে। তিন দলেই একক প্রার্থী। তবে কোন দলের প্রার্থী এসব আসন ধরে রাখতে পারবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।  রাঙামাটির ১০টি উপজেলা নিয়ে রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়নের মধ্যে কাল ভোট হচ্ছে ৪৭টিতে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৯ প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন— স্বতন্ত্র ৮২, আওয়ামী লীগ  ৪১, বিএনপি ২০, জাতীয় পার্টি ৪ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) ২ জন। কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত ধন কুমার চাকমা নামে একজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম উপজেলাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হবে। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রায় সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তাই সুস্থ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর