শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রতিদিন ডেস্ক

কক্সবাজার, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে কক্সবাজার, ময়মনসিংহে তিনজন করে, গাজীপুর, নরসিংদীতে দুজন করে এবং বাগেরহাটে নিহত হন একজন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ এবং দিনাজপুরে আহত হয়েছেন দুজন। প্রতিনিধিদের খবর— কক্সবাজার : বাস ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর উপজেলার লিংক রোডে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য হুমায়ুন আজাদ, জেলার হাশেমিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র তৌহিদুর রহমান ও ওই মাদ্রাসার শিক্ষক মফিজুর রহমান।

ময়মনসিংহ : ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাগান রাগামারা ও রায়মনি নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— লাল মিয়া, নূরুল ইসলাম ও জাকির হোসেন। এদের বাড়ি ত্রিশালের বাগান ও মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল গ্রামে। টঙ্গী : গাজীপুরের টঙ্গী তালতলায় কাভার ভ্যানচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সকালে। নিহত নূরুল আমিন ঝুট ও বানা মিয়া ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা থানা প্রেসক্লাব সড়কে একটি ঝুটের গুদামের সামনে মালবাহী কাভার্ড ভ্যান অবস্থান করছিল। এ সময় ওই দুই ব্যবসায়ী গাড়ির পেছন দিকে সড়কে দাবা খেলছিলেন। হঠাৎ চালক গাড়ি চালু দিয়ে পিছনে এলে চাপা পড়েন তারা। নরসিংদী : শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছে চারজন। ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরে গতকাল এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ঢাকার সূত্রাপুরের মামুন খান ও নরসিংদীর সরকার টেক্সটাইলের মহা-ব্যবস্থাপক শাহীন মিয়া। বাগেরহাট : ফকিরহাটে গতকাল ট্রাকের ধাক্কায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোহাগ ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের শৈলেন কবিরাজের ছেলে।

সর্বশেষ খবর