শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকের নামে করা মামলা প্রত্যাহার দাবি

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের নামে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছেন মেহেরপুর প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিকরা। জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরন্যর নেতৃত্বে ও সাংবাদিক ইয়াদুল মোমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কামারুজ্জামান খান, রশিদ হাসান খান আলো, মিজানুর রহমান, আবু আকতার, জিএফ মামুন লাকি, জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডাম, তৌহিদ-উদ-দোলা রেজা প্রমুখ। অংশ নেন জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা। তুহিন আরন্য জানান, আগামী সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে ৯ জুন একই স্থানে কলমবিরতি পালন করা হবে। পর দিন থেকে সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের সব সংবাদ বর্জনের হুমকি দেন তিনি। প্রসঙ্গত, গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিনে ‘বাজার থেকে কিনে গুদামে গম বিক্রি করছেন নেতারা’ শীর্ষক খবর প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে ২২ মে মেহেরপুর প্রতিনিধির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

সর্বশেষ খবর