শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলো, ভূঞাপুর উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যা সন্তান মরিয়ম (৪), মোতালেব হোসেনের দুই কন্যা সাদিয়া (৪) ও আফিয়া (৩)। নিহতরা চাচাতো বোন। —টাঙ্গাইল প্রতিনিধি

ধলেশ্বরীতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর এলাকায় ধলেশ্বরী নদী দখল করে ১৫টি ইটভাটার সামনের তৈরি বাঁশের পাইলিং উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গত সোমবার থেকে টানাচার দিন দুটি ভেকুর সাহায্যে বাঁশের পাইলিং উচ্ছেদ ও ভরাটকৃত বালু সরিয়ে নদীর তীর দখল মুক্ত করা হয়। গতকাল অভিযানে উপস্থিত ছিলেন এ কে এম আরিফউদ্দিন, গোলাম মোস্তফা।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

হাতির আক্রমণে নিহত

বান্দরবান জেলার লামা সরই ইউনিয়নে বৃহস্পতিবার ভোররাতে বন্যহাতির হামলায় এক রাবার বাগানের নারী শ্রমিক মারা গেছে। নিহত অসারুং ত্রিপুরা (৫২) গজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গতিরাম ত্রিপুরার পাড়ার সাজারাম ত্রিপুরার স্ত্রী।

—লামা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর