শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় খুলনা, ফরিদপুর, চট্টগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে সাতজন নিহত হয়েছেন। পটুয়াখালীর বাউফলে আহত হয়েছেন পুলিশ-আসামিসহ তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা : বটিয়াঘাটা উপজেলার বরইতলায় গতকাল বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন— উত্তম ও শিবেন্দ । এ সময় মোটরসাইকেলে থাকা অপর যাত্রী হিরণ গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি বটিয়াঘাটার দেবীতলা এলাকায়। ফরিদপুর : মধুখালীতে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার মাঝিবাড়ী নামক স্থানে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ট্রাকচালক মোশাররফ হোসেন ও তার সহকারী মো. আপেল। চট্টগ্রাম : চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ট্রাকের ধাক্কায়  লেয়াকত নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন লেয়াকত। চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ : মুকসুদপুরে মাইক্রোবাসচাপায় চম্পা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পূর্ব সালিনাবক্স নামক স্থানে এ ঘটনা ঘটে। চম্পা  ওই ওই এলাকার মিটু শেখের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বরগুনা : আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আমতলী উপজেলার মহিষকাটায় গত সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বাউফল : নিরাপত্তা না দিয়ে পুলিশ মোটরসাইকেলে করে আদালতে আসামি নেওয়ার পথে গতকাল পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আসামি শহিদুল ইসলাম, পুলিশ সদস্য সালাউদ্দিন ও মোটরসাইকেলচালক শাহজাহান আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর