শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ধান সংগ্রহে অনিয়ম

পার্বতীপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি ধান সংগ্রহে সাধারণ কৃষকদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম হয়েছে। এমন অভিযোগ এনে ভুক্তভোগীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান শাহ। উপজেলা কৃষি কর্মকর্তার ভাষ্য তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। অভিযোগে উল্লেখ রয়েছে, স্থানীয় নেতা ও সংশ্লিষ্ট খাদ্য গুদামের কিছু দালালের অপতত্পরতায় ধান সংগ্রহের জন্য তালিকায় সাধারণ কৃষকের নাম দেওয়া হয়নি। তারা বিশেষ বরাদ্দের তালিকা থেকে বঞ্চিত হয়ে গুদামে ধান দিতে পারছেন না। এ ব্যাপারে মমিনপুর ইউপির দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন— সঠিকভাবে কৃষকদের নামের তালিকা দেওয়া হয়েছে। তবে গত রবিবার মুঠোফোনে একই ইউনিয়নে অপর উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফুর রহমান জানান— স্থানীয় নেতা ও দালালদের চাপে কৃষক বাদ দিয়ে তালিকায় তাদের নাম দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর