Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ জুন, ২০১৬ ০০:১৩
সুন্দরবনে অবাধে চলছে মাছ শিকার, আটক ৬
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ নিষিদ্ধের মধ্যেও অবাধে চলছে চাঁদপাই রেঞ্জের নদ-নদী ও খালে মাছসহ চিংড়ির রেণু পোনা শিকারের মহোৎসব। শুক্রবার সকালে চাঁদপাই রেঞ্জের পশুর নদী ও হারবাড়ীয়া এলাকার পাঙ্গাশিয়া খাল থেকে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবনে মার্চ ও এপ্রিল মাসে ৪ দফা নাশকতার অগুনে বন পুড়ে ছাই হওয়ার পর এই সংরক্ষিত বনের পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে সব ধরনের সম্পদ আহরণের পাস পারমিট বন্ধ করে দেয় বন বিভাগ। এরমধ্যে সুন্দরবন বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী অবৈধ অর্থবাণিজ্যের মাধ্যমে মাছ ও চিংড়ি রেণু পোনা আহরণের সুযোগ করে দিচ্ছে জেলেদের।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মাছসহ রেণুু পোনা আহরণের অপতত্রতা চালাচ্ছে।

up-arrow