Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ জুন, ২০১৬ ০০:১৩
সুন্দরবনে অবাধে চলছে মাছ শিকার, আটক ৬
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ নিষিদ্ধের মধ্যেও অবাধে চলছে চাঁদপাই রেঞ্জের নদ-নদী ও খালে মাছসহ চিংড়ির রেণু পোনা শিকারের মহোৎসব। শুক্রবার সকালে চাঁদপাই রেঞ্জের পশুর নদী ও হারবাড়ীয়া এলাকার পাঙ্গাশিয়া খাল থেকে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবনে মার্চ ও এপ্রিল মাসে ৪ দফা নাশকতার অগুনে বন পুড়ে ছাই হওয়ার পর এই সংরক্ষিত বনের পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে সব ধরনের সম্পদ আহরণের পাস পারমিট বন্ধ করে দেয় বন বিভাগ। এরমধ্যে সুন্দরবন বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী অবৈধ অর্থবাণিজ্যের মাধ্যমে মাছ ও চিংড়ি রেণু পোনা আহরণের সুযোগ করে দিচ্ছে জেলেদের।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অবৈধভাবে সুন্দরবনে ঢুকে মাছসহ রেণুু পোনা আহরণের অপতত্রতা চালাচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow