শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা
নির্মাণে ত্রুটি

ভেঙে ফেলা হলো বক্স কালভার্ট

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মহা সড়কে পুরনো বক্স কালভার্টের ব্যাচের ওপর নতুন ব্যাচ সংযোজন করায় এবং নির্মাণের পর ফাটল দেখা দেওয়ার অভিযোগে কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। এটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। আক্রাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্রাম হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের মাধ্যমে  দশটি বক্স কালভার্ট নির্মাণের কাজ করা হয়েছে। তার মধ্যে একটি কালভার্টে ফাটল দেখা দেওয়া তা ভেঙে ফেলা হয়। এখানেই নতুন করে আবার কালভাট নির্মাণ করা হবে। শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ বলেন, ‘নির্মাণের পরপরই ওই কালভাটের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। ফলে এটি ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে কালভার্টটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। গতকাল তা শেষ হয়।’

সর্বশেষ খবর