শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষ বয়সে সনদের জন্য ছোটাছুটি এক মুক্তিযোদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়ার বয়স ৭০। এই বয়সে মুক্তিযোদ্ধা সনদের জন্য ছুটাছুটি করতে গিয়ে তার ধারণা জন্মেছে, মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার চেয়েও যেন অনেক কঠিন কাজ এখন তার সনদ জোগাড় করা।

১৯৯৮ সালে মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত হওয়ার সময় তিনি দেশের বাইরে থাকায় গেজেটভুক্ত হতে পারেননি। পরবর্তীতে ২০০৯ সালের জুলাই মাসের ১৯ তারিখ নাম গেজেটভুক্ত করতে আবেদন করেন। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে নাম যাচাই-বাছাই করে মাদারীপুরে পাঠানো হয়। জামুকা কর্তৃক প্রেরিত তালিকায় তার নাম ছিল। গেজেটভুক্তকরণ ও সাময়িক সনদ প্রদানের জন্য গত ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষের কাগজপত্র ও সহযোদ্ধা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপিসহ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত থাকার জন্য বলা হয়। যথাসময় উপস্থিত থাকলেও তিনি সনদ পাননি। এরপর আর কোনো অগ্রগতি নেই কাজের। সনদের জন্য ছোটাছুটি করে তিনি এখন ক্লান্ত এবং হতাশ।

সর্বশেষ খবর